শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

এসএসসির প্রবেশপত্র না পেয়ে সড়ক অবরোধ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে  শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এলাকাবাসীও বিক্ষেভে যোগ দেয়। গতকাল সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত চরভদ্রাসন-ফরিদপুর ভায়া জাকেরের সুরা সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে এ অবরোধ করা হয়। এ সময় তারা অভিযুক্ত দুই শিক্ষকের বিচারসহ পরীক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা বিষয়টির সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। বিদ্যালয়ের সভাপতি কেএম ওবায়দুল বারী দিপু খান বলেন, এ বিদ্যালয় থেকে এ বছর ৪৪ জন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা রয়েছে। বৃহস্পতিবার ৩৬ জন পরীক্ষার্থী প্রবেশপত্র হাতে পেলেও ৮ জনের প্রবেশপত্র দিতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীরা জালিয়াতি ও প্রতারণার শিকার হয়েছে। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন।

উল্লেখ্য, ওই বিদ্যালয়ের দুই শিক্ষক টাকা জমা দেওয়ার ভুয়া রশিদ দেখিয়ে ৪৪ শিক্ষার্থীর টাকা আত্মসাতের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর টাকা জমা দেওয়া হলেও নির্দিষ্ট সময়ে প্রবেশপত্র না পেয়ে বিপাকে পড়ে পরীক্ষার্থীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর