শিরোনাম
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বগুড়ার মুজিব মঞ্চ স্থায়ী করার দাবি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথায় ক্ষণগণনা শুরু হয়েছে গত ১০ জানুয়ারি থেকে। দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং মুজিব বর্ষ যথাযথভাবে পালনে নির্মাণ করা হয়েছে মঞ্চ। এই মুক্তমঞ্চের নামকরণ করা হয়েছে মুজিব মঞ্চ।

মুক্তিযুদ্ধের পক্ষের কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এই মঞ্চ উন্মুক্ত থাকছে। এদিকে সাংস্কৃতিক মুজিব মঞ্চকে স্থায়ী করণের দাবি তুলেছে।

জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, বগুড়ার সাংস্কৃতিক কর্মীরা মঞ্চটি স্থায়ীভাবে রাখতে মৌখিকভাবে বলেছে। মুজিবমঞ্চটি নিয়মতান্ত্রিকভাবে ব্যবহার করা যেতে পারে। এটি স্থায়ী করার চেষ্টা করা হবে।

সর্বশেষ খবর