সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

পাহাড়ে শীতের তীব্রতা বাড়িয়েছে বৃষ্টি

রাঙামাটি প্রতিনিধি

একদিকে ঠান্ডা বাতাস। সকাল থেকে বিকাল পর্যন্ত দেখা নেই সূর্যের। তার ওপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শীতের তীব্রতা বাড়িয়েছে পার্বত্য জেলা রাঙামাটিতে। রাঙামাটি আবহাওয়া অফিস বলছে, বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। এমন অবস্থা পুরো ফেব্রুয়ারি মাস থাকতে পারে। শীত বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জেলার নিম্নআয়ের মানুষ। ঠান্ডার কারণে তারা বাইরে কাজে যেতে পারছেন না। সবচেয়ে দুর্ভোগে পড়েছে দুর্গম উপজেলা লংগদু, বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি, নানিয়ারচর ও বাঘাইছড়ির বাসিন্দারা। এ সব উপজেলা ভারত সীমান্তবর্তী হওয়ায় এখানে স্বাভাবিকের চেয়ে বেশি শীত অনুভূত হয়। কাজ করতে না পেরে বেকার বসে আছে অনেক চাষি। রাঙামাটি আবহাওয়া অফিসের ভারপাপ্ত কর্মকর্তা কাজি হুমায়ন কবির জানান, বর্তমানে রাঙামাটিতে আর্দ্রতা আছে ৫৮ ভাগ। আর বাতাস আছে ঘণ্টায় ১৬ কিমি বেগে। হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে আর্দ্রতা বেড়ে যাওয়ায় বেড়েছে শীত।

সর্বশেষ খবর