লালমনিরহাটের কালীগঞ্জে প্রতিবন্ধী পুত্রবধূকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী শ্বশুরের বিরুদ্ধে সোমবার রাতে কালীগঞ্জে মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য গৃহবধূকে মঙ্গলবার লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার নারী জানান, বিয়ের পর থেকে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করত শ্বশুর। প্রতিবাদ করলে ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিত। সোমবার সন্ধ্যায় তাকে আবারও ধর্ষণ করা হয়।
কালীগঞ্জ থানার ওসি জানান, পুত্রবধূর করা মামলায় গ্রেফতার দেখিয়ে শ্বশুরকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।