রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শিক্ষকদের ক্লাসে ফেরাতে রাস্তায় শিক্ষার্থীরা

ফেনী প্রতিনিধি

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ফেনী পলিটেকনিকের সামনে পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং কলেজ ক্যাম্পাসে গতকাল এ কর্মসূচি পালিত হয়।
শিক্ষার্থীরা জানান, দ্বিতীয় শিফটের পারিশ্রমিক হ্রাসের প্রতিবাদ ও ১৯ মাসের বকেয়া বেতন-ভাতা দাবিতে ইনস্টিটিউটের শিক্ষকরা দীর্ঘদিন কর্মবিরতি পালন করছেন। ফলে বন্ধ রয়েছে ক্লাস। নষ্ট হচ্ছে শিক্ষাঙ্গনের পরিবেশ। কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুুর রহমান জানান, আগামী সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে বৈঠক হওয়ার কথা। এ বৈঠকে ইতিবাচক সাড়া পেলে শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন। তিনি বলেন, এটা শিক্ষকদের যৌক্তিক দাবি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর