বগুড়া জেলা আওয়ামী লীগে নতুন নেতৃত্ব পাওয়ার পর এবার উপজেলায়ও নতুনের হাওয়া বইতে শুরু করেছে। আগামী মার্চের মধ্যে উপজেলা পর্যায়ে কমিটি গঠনের ঘোষণার পর থেকে নড়েচড়ে বসেছেন নেতা-কর্মীরা। পদ পেতে শুরু করেছেন লবিং। নিজ নিজ এলাকায় আওয়ামী লীগের ব্যানারে কর্মসূচি বাড়িয়ে দিয়ে নিজের কর্ম পরিচয় তুলে ধরছেন অনেকে। সময় যত এগিয়ে আসছে উপজেলা আওয়ামী লীগে ততই নতুনের সুবাস ছড়াচ্ছে। বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু জানান, কেন্দ্রীয় নির্দেশনা মতে, ১১ মার্চ দুপচাঁচিয়া, ১৩ মার্চ শাজাহানপুর, ১৪ মার্চ শিবগঞ্জ, ১৫ মার্চ নন্দীগ্রাম, ২৫ মার্চ শেরপুর, ২৮ মার্চ কাহালু, ২৯ মার্চ গাবতলী, ৩০ মার্চ আদমদীঘি ও ৩১ মার্চ বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন ঘোষণা করা হয়েছে। তিনি জানান, গত ডিসেম্বর মাসে বগুড়া জেলা আওয়ামী লীগের গঠিত কমিটিতে চমক পান নেতা-কর্মীরা। সেই চমকে প্রথমবারের মতো জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রাগেবুল আহসান রিপু। ৯ উপজেলায়ও নেতা-কর্মীরা এবার নতুন নেতৃত্ব চাইছেন। উপজেলা পর্যায়ের কমিটিতে যারাই নেতৃত্বে আসুক তারা যেন নতুন নেতৃত্ব হয়। দলের জন্য নিবেদিত, কর্র্মীদের প্রতি মূল্যায়ন, ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে যাদের সখ্যতা ভাল তাদের মধ্যে থেকে পরিষ্কার ইমেজের নেতা চাইছে তৃণমূল। বগুড়া আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেন, ‘সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নেই। তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে ঢেলে সাজাতে হবে। তৃণমূলই আওয়ামী লীগের মূল শক্তি। ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামো থাকলে ধর্মান্ধ গোষ্ঠী মানুষকে বিপথগামী করার সুযোগ পাবে না।’ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু জানান, ৯ উপজেলায় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। উপ-নির্বাচনের কারণে সারিয়াকান্দি ও সোনাতলার সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়নি। তিনি বলেন, ‘সরকারের উন্নয়নমূলক কর্মকা- মানুষের মধ্যে প্রচার করতে হবে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকারকে সহযোগিতা করতে হবে।’
শিরোনাম
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
জেলার পর উপজেলায়ও আসছে নতুনের হাওয়া
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর