বগুড়া জেলা আওয়ামী লীগে নতুন নেতৃত্ব পাওয়ার পর এবার উপজেলায়ও নতুনের হাওয়া বইতে শুরু করেছে। আগামী মার্চের মধ্যে উপজেলা পর্যায়ে কমিটি গঠনের ঘোষণার পর থেকে নড়েচড়ে বসেছেন নেতা-কর্মীরা। পদ পেতে শুরু করেছেন লবিং। নিজ নিজ এলাকায় আওয়ামী লীগের ব্যানারে কর্মসূচি বাড়িয়ে দিয়ে নিজের কর্ম পরিচয় তুলে ধরছেন অনেকে। সময় যত এগিয়ে আসছে উপজেলা আওয়ামী লীগে ততই নতুনের সুবাস ছড়াচ্ছে। বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু জানান, কেন্দ্রীয় নির্দেশনা মতে, ১১ মার্চ দুপচাঁচিয়া, ১৩ মার্চ শাজাহানপুর, ১৪ মার্চ শিবগঞ্জ, ১৫ মার্চ নন্দীগ্রাম, ২৫ মার্চ শেরপুর, ২৮ মার্চ কাহালু, ২৯ মার্চ গাবতলী, ৩০ মার্চ আদমদীঘি ও ৩১ মার্চ বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন ঘোষণা করা হয়েছে। তিনি জানান, গত ডিসেম্বর মাসে বগুড়া জেলা আওয়ামী লীগের গঠিত কমিটিতে চমক পান নেতা-কর্মীরা। সেই চমকে প্রথমবারের মতো জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রাগেবুল আহসান রিপু। ৯ উপজেলায়ও নেতা-কর্মীরা এবার নতুন নেতৃত্ব চাইছেন। উপজেলা পর্যায়ের কমিটিতে যারাই নেতৃত্বে আসুক তারা যেন নতুন নেতৃত্ব হয়। দলের জন্য নিবেদিত, কর্র্মীদের প্রতি মূল্যায়ন, ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে যাদের সখ্যতা ভাল তাদের মধ্যে থেকে পরিষ্কার ইমেজের নেতা চাইছে তৃণমূল। বগুড়া আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেন, ‘সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নেই। তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে ঢেলে সাজাতে হবে। তৃণমূলই আওয়ামী লীগের মূল শক্তি। ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামো থাকলে ধর্মান্ধ গোষ্ঠী মানুষকে বিপথগামী করার সুযোগ পাবে না।’ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু জানান, ৯ উপজেলায় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। উপ-নির্বাচনের কারণে সারিয়াকান্দি ও সোনাতলার সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়নি। তিনি বলেন, ‘সরকারের উন্নয়নমূলক কর্মকা- মানুষের মধ্যে প্রচার করতে হবে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকারকে সহযোগিতা করতে হবে।’
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
জেলার পর উপজেলায়ও আসছে নতুনের হাওয়া
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর