মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
ট্রাকচালককে মারধর

বুড়িমারী বন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

লালমনিরহাট প্রতিনিধি

 

ভারতে বাংলাদেশের ট্রাকচালককে মারধরের প্রতিবাদে গতকাল বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে ট্রাকচালক, আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট। এতে বন্দরের দুই দিকে পাঁচ শতাধিক ট্রাক আটকা পড়ে।

সূত্র জানায়, রবিবার রাতে বাংলাদেশি ট্রাকচালক আরিফ হোসেন পণ্যবোঝাই ট্রাক নিয়ে ভারতের কোচবিহারের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে যান। সেখানে দুর্বৃত্তরা তাকে মারধর করে টাকা ও মোবাইল নিয়ে যায়। এর প্রতিবাদে গতকাল সকাল ১০টা থেকে বুড়িমারি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। উভয় দেশের কাস্টমস কর্মকর্তা, বিএসএফ-বিজিবি, ট্রাকচালক ও ব্যবসায়ীদের বৈঠকের পর বিকাল ৪টা থেকে কার্যক্রম স্বাভাবিক হয়। বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের এসআই খন্দকার মাহমুদ বলেন, বৈঠকে ভারতীয় পক্ষ আরিফ হোসেনকে মারধরের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। চালকের খোয়া যাওয়া টাকা ও মোবাইল ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া চ্যাংড়াবান্ধা পরিবহন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়।

সর্বশেষ খবর