বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

মামলার বাদীকে হুমকি দেওয়ায়...

মাগুরায় মামলার বাদীকে হুমকি দেওয়ায় জামিনে থাকা আসামির জামিন বাতিল করে জেল হাজতে পাঠালেন বিজ্ঞ বিচারক। গতকাল মাগুরার মুখ্য বিচারিক আদালতে এ ঘটনা ঘটে। মামলার বাদী আশেকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘এজলাসের প্রবেশ মুখে আসামি নুর ইসলাম আমাকে মামলা তুলে না নিলে দেখে নেওয়ার হুমকি দেন। বিজ্ঞ বিচারক এটি নিজেই প্রত্যক্ষ করেন ও আসামির জামিন বাতিল করেছেন। তিনি আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকেই আসামিরা তাকে হত্যাসহ নানা হুমকি দিচ্ছে।

-মাগুরা প্রতিনিধি

বাগেরহাট-৪ উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র জমা

বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল শরণখোলা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজির আহমেদ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা অঞ্জন সরকার উপস্থিত ছিলেন। -বাগেরহাট প্রতিনিধি

টেকনাফে অগ্নিকান্ড

টেকনাফের হ্নীলায় সরকারি আশ্রায়ণ প্রকল্পের ১০টি বসতঘর আগুনে পুড়ে গেছে। সোমবার রাতে হ্নীলা ইউনিয়নের রসুলাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে আজিজুল, ইব্রাহীম, ফরিদা বেগম, বুলবুলি, ছবুরাসহ ১০ জনের বসতঘর পুড়ে গেছে। -টেকনাফ প্রতিনিধি

মেছো বাঘের  ছানা উদ্ধার

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামের বাবুল মীরের বাড়ি থেকে মেছো বাঘের একটি ছানা উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে উদ্ধারকৃত ছানাটি বর্তমানে উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামের হেফাজতে রয়েছে।

-নিজস্ব প্রতিবেদক, বরিশাল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর