শিরোনাম
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সিরাজগঞ্জে ‘যুদ্ধ সন্তান’ মঞ্চস্থ

আবদুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত ১২ দিনব্যাপী জাতীয় নাট্যোৎসবের তৃতীয় দিনে নাট্য নিকেতনের ‘যুদ্ধ সন্তান’ নাটক মঞ্চায়িত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে নাটকটি দেখতে নাট্যপ্রেমীরা ভিড় জমান। নাটকটি রচনা করেছেন এ কে আজাদ এবং নির্দেশনা দিয়েছেন দিলীপ গৌর। ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে নাটকটিতে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে দেশব্যাপী জাতীয় নাট্যোৎসবের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ অঞ্চলের উৎসব চলছে শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে। উৎসবে সহযোগিতা করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ১২ দিনব্যাপী উৎসবে গ্রুপ থিয়েটারভুক্ত ১৩টি সংগঠন নাটক মঞ্চায়ন করবে।

সর্বশেষ খবর