বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

স্কুলের নির্বাচন নিয়ে সংঘর্ষ চেয়ারম্যানসহ আহত ১০

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে মরিচা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। দৌলতপুর উপজেলার বালিরদিয়াড় বাজারে মঙ্গলবার রাতে সংঘর্ষের এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, মরিচা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রাজ্জাকের সমর্থকরা বালিরদিয়াড় বাজারে ভোট চাইতে যান।

এ সময় মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলমগীরের লোকজনের সঙ্গে তাদের বাগ্্বিতন্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলমগীর, রশিদ, রাব্বি, কামাল, সামিউল, ফিরোজ, ছাব্বির, বাবলু ও শরিফুলসহ ১০ জন আহত হয়। ইউপি চেয়ারম্যান বলেন, রাজ্জাক মিস্ত্রির লোকজন আমার অফিসে অতর্কিত হামলা চালিয়ে আমাকেসহ আমার লোকজনকে মারপিট করে। হামলাকারীরা আমার মোটরসাইকেলটিও ভাঙচুর করেছে। দৌলতপুর থানার ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উল্লেখ্য, গতকাল মরিচা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ খবর