শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

খুনিদের বিচার দাবিতে কফিন নিয়ে মানববন্ধন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

খুনিদের বিচার দাবিতে কফিন নিয়ে মানববন্ধন

কুমিল্লার নাঙ্গলকোটে আমিনুল হক মজুমদার ফুল মিয়া (৬০) নামে এক ব্যক্তির লাশের কফিন সামনে নিয়ে হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার দৌলখাঁড় উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল এ মানববন্ধন পালিত হয়। নিহত আমিনুল হক মজুমদার দৌলখাঁড় গ্রামের ফজলুল হকের ছেলে। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম ভূঁইয়া, সদস্য আবদুস ছাত্তার, জামাল উদ্দিন, মোশারফ হোসেন মশু, আবুল হাশেম প্রমুখ।

স্থানীয় সূত্র জানায়, গত ৭ ফেব্রুয়ারি জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আমিনুল হক মজুমদার ফুল মিয়াসহ ৫ জন আহত হন। স্থানীয়রা তাদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আমিনুল হকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়। সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এক মাস ৪ দিন চিকিৎসাধীন থাকার পর গত বুধবার রাতে তার মৃত্যু হয়। নাঙ্গলকোট থানার ওসি জানান, হামলার ঘটনায় থানায় মামলা হওয়ার পর তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যরা জামিনে রয়েছে। এ ঘটনায় আহত একজনের মৃত্যু হওয়ায় ওই মামলাটি আদালতের মাধ্যমে হত্যা মামলায় রূপান্তরিত করা হবে।

সর্বশেষ খবর