শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

বগুড়ায় ওরসে দুই পুলিশ কর্মকর্তাকে মারধর

১৭৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় পীরের ওরস মাহফিলে দুই পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায়  আটক ২৪ জনের  নাম  উল্লেখ করে আরও অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা করে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে তাদের আদালতে নেওয়া হয়। জানা গেছে, প্রয়াত ভাষা সৈনিক গাজিউল হকের বাবা পীর সিরাজুল হক চিশতির মৃত্যুবার্ষিকীতে প্রতি বছর ভক্তরা বাড়িতে থাকা মাজারের পাশে অনুষ্ঠান করে থাকেন। ওরসে বুধবার বিপুলসংখ্যক নারী ও পুরুষ ভক্ত আসেন। করোনাভাইরাসের কারণে যে কোনো জনসমাগম নিষেধ থাকার পরও এ আয়োজন করায় পুলিশ দুই দফা নিষেধ করে যায়। এরপরও ভক্তরা অবস্থান করায় রাত সাড়ে ৯টার দিকে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নান্নু খান ও এএসআই জাহিদুল ইসলাম আসেন। আবারও অনুষ্ঠান করতে নিষেধ করায় ভক্তরা দরজা বন্ধ করে দুই পুলিশ কর্মকর্তাকে বেদম মারপিট করেন। খবর পেয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে সদর থানার ওসি এস এম বদিউজ্জামান বিপুলসংখ্যক ফোর্স নিয়ে সেখানে আসেন। ওই ঘটনায় ২২ জনকে আটক করে থানায় নেওয়া হয়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশকে মারধরের ঘটনায় এস আই আবদুল গফুর বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড়শজনের নামে সদর থানায় রাতেই মামলা করেন।

সর্বশেষ খবর