মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ সড়কে জনদুর্ভোগ

লাকসাম প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ সড়কে জনদুর্ভোগ

কুমিল্লার মনোহরগঞ্জের খিলা-নাড়িদিয়া সড়কে বেড়েছে যাত্রীদুর্ভোগ। সড়কটির বিভিন্ন অংশ ভেঙ্গে পাশের পুকুরে পড়ে দিন দিন কমছে প্রশস্ততা। সড়কটির প্রশস্ততা বৃদ্ধিসহ দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর।

জানা যায়, মনোহরগঞ্জের খিলা-নাড়িদিয়া সড়কটির দৈর্ঘ্য প্রায় আড়াই কিলোমিটার। জনগুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে খিলা, পাঁচপুকুরিয়া, নাড়িদিয়া, বান্দুয়াইন, বরউমুড়ি গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এছাড়া সড়কটি ব্যবহার করেন লাকসাম ও খিলা বাজারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী।

এ সড়কের পাশে ১০-১২টি পুকুর থাকলেও মাত্র দুটি পুকুরের গার্ডওয়াল রয়েছে। ফলে সড়কটি দিনদিন পুকুরে ভেঙ্গে পড়ছে। বিভিন্ন অংশে প্রশস্ততা কমলেও প্রতিদিনই ঝুঁকি নিয়ে সড়কটি দিয়ে মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি অটোরিকশা, টেম্পু, মোটরসাইকেল, রিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। এর আগেও সড়কটির দুরাবস্থা হলে এলাকাবাসী নিজ উদ্যোগে বারবার অতি ঝুঁকিপূর্ণ এলাকা সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলেন। স্থানীয়রা জানান, বছরের পর বছর সড়কটি বেহাল পড়ে আছে। সংস্কার কাজ শুরু হলেও অজ্ঞাত কারণে তা বন্ধ রয়েছে। এতে তাদের দুর্ভোগ আরও বেড়েছে। মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী আল আমিন সর্দার বলেন, এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর