বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

চরাঞ্চলে হতদরিদ্ররা ত্রাণের অপেক্ষায়

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশে চলছে সাধারণ ছুটি। বন্ধ রয়েছে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান ও জরুরি সেবা ছাড়া সব ধরনের পরিবহনব্যবস্থা। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছে নি¤œ আয়ের মানুষ। এসব মানুষকে সরকার, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ দেওয়া হলেও রায়পুর উপজেলার চারটি চরের লোকজনের কাছে পৌঁছেনি ত্রাণ।

জানা যায়, রায়পুরের কানিবগার চর, চরঘাসিয়া, চরকাচিয়া ও টুনুর চরে ১০ হাজারের অধিক লোকের বাস। এসব লোক নদীতে মাছ ধরে, অন্যের জমিতে ফসল ফলিয়ে ও দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে। মহামারী করোনাভাইরাসের কারণে এ উপজেলায় অঘোষিত লকডাউন থাকায় দিনমজুর শ্রমজীবী মানুষও কর্মহীন। চরকাচিয়া গ্রামের বাসিন্দা বাদশা মিয়া বলেন, ‘দিনমজুরের কাজ করে সংসার চালাই। করোনাভাইরাসের কারণে এক সপ্তাহ ধরে কাজ নাই। পকেটে চাল কেনার মতো টাকা নাই। বিভিন্ন জায়গায় ত্রাণ দিলেও আমাদের মতো গরিবদের দিকে তাকানোর যেন কেউ নাই। সন্তান ও পরিবার নিয়ে অনেক কষ্টে দিন যাপন করছি।’ বাদশা মিয়ার মতো একই কথা বলেন কৃষক সেলিম বকাউল, জেলে আবদুস সাত্তার ও দিনমজুর আবুল মিয়া। রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দুর্গম চরাঞ্চলের মানুষের জন্য দ্রুত ত্রাণের ব্যবস্থা করা হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী বলেন, ‘চরাঞ্চলের দুর্গম এলাকার হতদরিদ্রদের তালিকা তৈরি করা হচ্ছে। ইউপি চেয়ারম্যানদের দেওয়া তথ্যানুসারে অসহায় ও গরিবদের মধ্যে যত দ্রুত সম্ভব ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হবে।’

সর্বশেষ খবর