মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ঘুরে ঘুরে কুকুরকে খাবার বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

ঘুরে ঘুরে কুকুরকে খাবার বিতরণ

করোনাভাইরাস প্রভাব দেশের বিভিন্ন স্তরে পড়েছে। কর্মহীন মানুষের সংখ্যা দিনদিন বাড়ছে। আবার খাদ্য সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সারা দেশের মতো দিনাজপুরেও অফিস আদালত, দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান, রেস্তোরাঁ, বেকারি বন্ধ রয়েছে। এতে খাদ্য সংকটে পড়েছে সড়কে ঘুরে বেড়ানো কুকুরও। খাবার না পেয়ে এ সব বেওয়ারিশ কুকুরকে শহরের বিভিন্ন রাস্তায় ছোটাছুটি করতে দেখা যায়। শহরে অনাহারী কুকুরগুলোর জন্য অনেকে এগিয়ে এসেছেন। কখনো ভাত, কখনো খিচুরি আবার কখনো বিস্কুট খাওয়াচ্ছেন আফসানা ইমু (৩৬) নামে একজন। নিজের স্কুটি নিয়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে ছুটে কুকুরকে খাবার দেন তিনি। আফসানা দিনাজপুর শহরের কালিতলা পোস্ট অফিস এলাকার বাসিন্দা। নিজেরও কয়েকটি পোষা কুকুর আছে বাড়িতে। তিনি বলেন, একদিন পরপর শহরের কুকুরগুলোকে ভাত অথবা খিচুরি দেই। যেদিন ভাত কিংবা খিচুরি রান্না করতে না পারি সেদিন বিস্কুট জাতীয় খাবার দিই। এদিকে বীরগঞ্জ শহরের বেওয়ারিশ কুকুরগুলোর খেয়াল রাখছেন সোহেল আহমেদ নামে এক যুবক।

..তিনি বীরগঞ্জ শহরের বিজয় চত্বর, ডাক্তার খানার মাঠ, দৈনিক বাজারে কুকুরগুলোকে ডেকে নিয়ে খাবার দিচ্ছেন।

সর্বশেষ খবর