শিরোনাম
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ইয়াবাসহ কারারক্ষী আটক

কুমিল্লা প্রতিনিধি

ইয়াবাসহ কারারক্ষী আটক

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সহকারী প্রধান কারারক্ষী তরিকুল ইসলাম শাহিন ১০৬ পিস ইয়াবা নিয়ে কারাগারে ঢোকার সময় হাতেনাতে ধরা পড়েন। পরে কারা ব্যারাকে তার রুমে তল্লাশি চালিয়ে কারাগার কর্তৃপক্ষ আরও ৪১৬ পিস ইয়াবা পায়। কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। আটক তরিকুল ইসলাম শাহিন চট্টগ্রামের সীতাকু  উপজেলার ইয়াকুব নগরের ফুল মিয়ার ছেলে। তিনি ১৯৯৬ সালে চাকরিতে যোগদান করেন। সিনিয়র জেল সুপার জানান, কুমিল্লা কারাগারে যোগ দেওয়ার পরই বিভিন্ন গোয়েন্দা সূত্রে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। গোপন সংবাদে জানতে পেরেছি সোমবার তিনি ইয়াবা নিয়ে ডিউটিতে আসছেন। ভিতরে ঢোকার সময় সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে পকেটে থাকা সিগারেটের প্যাকেটে ১০৬ পিস ইয়াবা পাওয়া যায়। পরে ব্যারাকে তার রুমে তল্লাশি চালানো হয়। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর