বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

গৃহবধূ খুন

লালমনিরহাটের হাতীবান্ধায় আহিমা বেগম (২২) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। তাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের উত্তর পারুলিয়া গ্রামে। গতকাল পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সাদিকুল ইসলাম পলাতক। আহিমা হত্যার পর মঙ্গলবার রাতেই তার বাবা আমীর হোসেন (৪৫) হাতীবান্ধা থানায় হত্যা মামলা করেছেন। হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নজির হোসেন জানান, ধারণা করা হচ্ছে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। -লালমনিরহাট প্রতিনিধি

কর্মহীনরা পেল খাদ্যসামগ্রী

বগুড়ায় অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাবিয়ান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কর্মহীন লোকজনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। গতকাল শহরের বিভিন্ন এলাকার হতদরিদ্র এবং কর্মহীন লোকজনের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। ডিবি পুলিশের সাইবার সেলের ইন্সপেক্টর এমরান মাহামুদ তুহিনের সহযোগিতায় সুপ্রিম কোর্টের আইনজীবী সাজিদ ওয়াসিক বাঁধন এবং ব্যাংক কর্মকর্তা মহসিন একলিন লেমনের তত্ত্বাবধানে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। বাড়িতে ত্রাণ সহায়তা পৌঁছে দেন এনামুল হক, আবু বক্কর সিদ্দিক, আবুল হোসেন, আবদুল জলিল, আনিছুর রহমান, রুহুল আমিন রুবেল, রবিউল ইসলাম।

-নিজস্ব প্রতিবেদক, বগুড়া

খাদ্যসামগ্রী পেলেন অটো চালকরা

দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দিনাজপুর জেলার প্রায় ১ হাজার ২০০ অটোচালকের মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী উপহার দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। গতকাল বিকালে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. কাজেম উদ্দীন, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাগফুরুল হাসান আব্বাসী প্রমুখ। -দিনাজপুর প্রতিনিধি

কর্মহীনকে সহায়তা
নিজস্ব অর্থায়নে নিজ এলাকার প্রায় দুই শতাধিক কর্মহীন দিনমজুর-শ্রমিককে খাদ্যসহায়তা দিয়েছেন সিরাজগঞ্জের এক যুবলীগ নেতা। গতকাল সন্ধ্যার পর কালিয়াহরিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নিজ এলাকা কান্দাপাড়া ও বনবাড়ীয়া দুই শতাধিক মানুষের মধ্যে নিজ হাতে খাদ্য সহায়তা তুলে দেন। এ সময় জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক আজিজল হক তালুকদার, আব্দুল মান্নান, মোস্তফা, লিপন প্রমুখ।
-সিরাজগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর