বুধবার, ১৩ মে, ২০২০ ০০:০০ টা

রোহিঙ্গা ক্যাম্পের ৩৪৯ ঘর-দোকান ছাই

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পের ৩১২টি ঘর ও ৩৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কেউ হতাহত হয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গতকাল সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রোহিঙ্গা ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। রোহিঙ্গারা বলেন, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বসতঘর হারিয়ে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে মানবেতর জীপনযাপন করছেন। কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আলী হোসেন বলেন, অগ্নিকান্ডে পুড়ে গেছে তাদের ৩১২টি ঝুপড়ি ঘর।

 এরা এখন খোলা আকাশের নিচে আছেন। মাহামুদ উল্লাহ নামে একজন বলেন, ঘর হারিয়ে তারা দিশাহারা হয়ে পড়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকারুজ্জামান। উখিয়ার কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল উদ্দীন বলেন, অগ্নিকান্ডে তিন শতাধিক ঝুপড়িঘর ছাড়াও ৩৭টি দোকান পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার এমদাদুল হক বলেন, আগুনের উৎস জানা যায়নি।

সর্বশেষ খবর