রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

সুনামগঞ্জে প্রান্তিক কৃষকদের কৃষি বীজ দিল সেনাবাহিনী

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি বীজ বিতরণ করেছে সেনাবাহিনী। গতকাল  জেলার চার উপজেলা সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, ছাতক ও দোয়ারাবাজার কৃষকদের চাহিদা অনুযায়ী উপজেলা কৃষি অফিসারদের সঙ্গে সমন্বয় করে ধান ও সবজি বীজ বিতরণ করা হয়। করোনা মহামারী পরিস্থিতিতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক এক ইঞ্চিও জমি যাতে খালি না থাকে  সেলক্ষ্যে দরিদ্র ৫০ কৃষককে প্রথম ধাপে কৃষি বীজ বিতরণ করা হয়। জেলার অন্য উপজেলাতেও একই ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া সুনামগঞ্জের ইউনিয়ন পর্যায়ে হাওড়ের ধান কাটা কার্যক্রম মনিটরিংসহ ধানকাটা শ্রমিকদের যাওয়া-আসা এবং একত্রীকরণে ভূমিকা রাখছে সেনাবাহিনী। সুনামগঞ্জ জেলায় সেনাবাহিনী তাদের ত্রাণ কার্যক্রমও বজায় রেখেছে। করোনা পরিস্থিতিতে নিম্ন-মধ্যবিত্ত কর্মহীন পরিবারের তালিকা তৈরি করে প্রতিমাসে তাদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিত করার সর্বাত্মক প্রচেষ্টাসহ সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মাস্ক পরিধান, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া এবং মাঠ পর্যায়ে কৃষকদের সবজি ক্রয়সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে দায়িত্বপ্রাপ্ত ১৭ পদাতিক ডিভিশনের সেনাবাহিনীর সদস্যরা।

সর্বশেষ খবর