শ্যামনগরে প্রধানমন্ত্রীর উপহার
সাতক্ষীরার শ্যামনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে স্থানীয় সরকার বিভাগের প্রাপ্ত বরাদ্দ থেকে ইমাম ও কাজীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছ। এই কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এ সময় উপস্থিত ছিলেন এসএম আতাউল হক দোলন, আ ন ম আবুজর গিফারী, সাঈদ উজ জামান সাঈদ, খালেদা আইয়ুব ডলি, শাহিনুল ইসলাম, মাসুদুল আলম, অ্যাড. আতাউর রহমান প্রমুখ।-সাতক্ষীরা প্রতিনিধি
১ হাজার পরিবারের নগদ অর্থ সহায়তা
গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় করোনার কারণে কর্মহীন হতদরিদ্র ১ হাজার পরিবারের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল গৌরনদীর বার্থী তারামন্দির, বাটাজোড় ও আগৈলঝাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে ১ হাজার মানুষকে ৭০০ টাকা করে মোট ৭ লাখ টাকা বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার।
-নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ভেজাল সেমাই তৈরি মালিককে জরিমানা
শরণখোলায় ভেজাল সেমাই তৈরির সময় রুবেল হাওলাদার নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা সদর রায়েন্দা বাজারের কাঠপট্টিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও সরদার মোস্তফা শাহিন। -বাগেরহাট প্রতিনিধি
মানবিক সহায়তা
করোনাভাইরাসকে কেন্দ্র করে কর্মহীন হত দরিদ্র পাঁচশত পরিবারকে গতকাল ইফতার সামগ্রী বিতরণ করেছেন, মেঘনা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক স্থানীয় আনছার আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী দেলোয়ার হোসেন মাস্টার। তিনি উপজেলার চালিয়াভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে
মানবিক সহায়তা হিসাবে নগদ অর্থ, চাল ও ইফতার সামগ্রী হিসাবে মুড়ি, সোলা, খেজুর ইত্যাদি বিতরণ করেন।
-দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        