পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, সরকার ও আওয়ামী লীগের সমালোচনা করাই বিএনপির প্রধান কাজ। তারা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কোনো অর্জন দেখে না। তারা করোনাকালীন দুর্যোগে পাশে না থেকে জনগণকে বিভ্রান্ত ও দেশবিরোধী গুজব ছড়াতে ব্যস্ত। কোনো ষড়যন্ত্রই জননেত্রী শেখ হাসিনাকে দাবিয়ে রাখতে পারবে না।
গতকাল সকালে শরীয়তপুরের জাজিরা-নড়িয়া-সুরেশ্বর সড়কের উদ্বোধনকালে এনামুল হক শামীম এসব কথা বলেন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সহসভাপতি ফজলুল হক মাল, বাদশা শেখ, আওয়ামী লীগ নেতা জহির সিকদার, পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাঢ়ী, জেলা পরিষদের সদস্য এনায়েত উল্যাহ মুন্সী প্রমুখ।
পরে উপমন্ত্রী নড়িয়া উপজেলার মাসিক সমন্বয় সভায় যোগদান, মসজিদ, মন্দির ও স্কুলকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদান ও ঐচ্ছিক তহবিলের অর্থ প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে তিনি পদ্মা ডানতীর রক্ষা প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।