সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

হাওরপাড়ে শিশুদের পাঠে বঙ্গবন্ধু

সুনামগঞ্জ প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিবর্ষে ‘হাওরপাড়ে শিশুর পাঠে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। শিক্ষাসহ জীবনমানের নানা সূচকে পিছিয়ে থাকা হাওর এলাকার ১০০টি বিদ্যালয়ের শিশুদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক সুখপাঠ্য বই বিতরণ করা হবে মুজিবর্ষে।

ইতোমধ্যে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নারকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৮ জন শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং জাতির সংগ্রামের ইতিহাস নিয়ে রচিত বই উপহার দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় জেলা প্রশাসকের স্ত্রী নাহিদ আফরোজ সুলতানা শিক্ষার্থীদের মুজিববর্ষের লোগো খচিত সুদৃশ্য স্কুলব্যাগ উপহার দেন।

সর্বশেষ খবর