দিনাজপুর পৌর এলাকার প্রায় সব সড়কই খানাখন্দে ভরা, আবার কোথাও গর্ত। কোথাও কোথাও সড়ক যে আছে বোঝার উপায় নেই। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ নাগরিক। কিন্তু শহরের প্রধান সড়ক দিয়ে এই দুর্ভোগে যাওয়ার সময় রাস্তার মোড়ে দৃষ্টিনন্দন রং-বেরঙের আলোকসজ্জার পানির ফোয়ারা দেখে অনেকে এটা তামাশা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন। জানা যায়, প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রায় ২৫ বর্গকিলোমিটার আয়তনের দিনাজপুর পৌরসভায় সড়ক আছে প্রায় ২০০ কিলোমিটার। কিন্তু এসব সড়ক পৌর কর্তৃপক্ষ দীর্ঘদিন থেকে সংস্কার না করায় শহরের প্রধান দু-একটি সড়ক বাদে অধিকাংশ সড়কেরই বেহাল দশা। শহরের বাণিজ্যিক এলাকা বাহাদুর বাজার, বালুয়াডাঙ্গা, চাউলিয়াপট্টি, ঘাসিপাড়া, মুদিপাড়া, পাহাড়পুর, ক্ষেত্রীপাড়া, লালবাগ, গোলাপবাগ, সুইহারী, নয়নপুর, বালুবাড়ী, মিশন রোড, রামনগর, মুন্সীপাড়া, উপশহর, পুলহাট, রাজবাটীসহ শহরের প্রায় প্রতিটি এলাকার সড়কের বেহাল দশা। রফিকুল ইসলাম, মধাবচন্দ্রসহ কয়েকজন পৌর নাগরিক বললেন, দীর্ঘদিন থেকে পৌর এলাকার সব সড়কেরই বেহাল দশা। কোথাও সড়কের কার্পেটিংসহ ওপরের অংশ উঠে গেছে। অনেক স্থানে খানাখন্দ ও গভীর গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং সড়ক আর ড্রেনের পানিতে কোনো কোনো এলাকা একাকার হয়ে যায়। পৌরবাসীর দুরবস্থার মাঝে সড়ক সংস্কার করা না হলেও দিনাজপুর পৌরসভা কার্যালয় চত্বরে একটি সুসজ্জিত আলোকসজ্জার টাওয়ার এবং শহরের জেলরোড মোড়ে দৃষ্টিনন্দন আরেকটি রং-বেরঙের আলোকসজ্জার পানির ফোয়ারা স্থাপন করায় সবাই টিপ্পনি কাটছে। দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল জানান, দেশের বিভিন্ন এলাকায় গেলে সত্যিই মনে হচ্ছে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে হাঁটছে। কিন্তু দিনাজপুর শহরে তার বিন্দুমাত্র চিহ্ন নেই। দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, পৌর এলাকার সড়ক ও ড্রেন সংস্কারের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। অতি দ্রুত কাজ শুরু হবে। ফলে আগামী ৬ মাসের মধ্যে শহরের আমূল পরিবর্তন হবে।
শিরোনাম
- ‘কুলি’-তে আমির খানের রাফ লুক, ফার্স্ট লুকেই চমক
- টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃত অন্তত ৬৩
- রামগতিতে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
- যে প্রশ্ন থেকে জন্ম নিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
- ‘গরিবের প্রোটিন’ ব্রয়লারও এখন নাগালের বাইরে!
- মায়ের সঙ্গে তর্ক: অভিনেত্রীর ১৪ বছর বয়সী ছেলের আত্মহত্যা
- সীমান্তে ৩০ আফগান ‘জঙ্গি’ হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর
- ‘২৭০ কোটি টাকা আত্মসাৎ’ : সাইফুল আলম-পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
- মৌলভীবাজারে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
- গিলের ২৬৯ রানের মহাকাব্য, অধিনায়ক হিসেবে ভারতের সর্বোচ্চ টেস্ট রান
- মুরাদনগরের ধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব, মূল হোতা গ্রেফতার
- প্রতিদিন ৪০ আত্মহত্যা: চামড়া ও চেহারার যুদ্ধ দক্ষিণ কোরিয়ায়
- ডেলিভারিম্যান সেজে তরুণীকে ধর্ষণ
- চীন নয়, আমিরাতও নয়- তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া!
- গাজায় গণহত্যায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল
- ৮ অস্কারজয়ী স্টুডিও এক ছবিতে, বাজেট শুনে প্রোডিউসাররাও অবাক
- ‘ক্ষমা চাইলেন পরেশ’
- হাসপাতালে স্বস্তিকা
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
খানাখন্দে ভরা সড়কের মোড়ে দৃষ্টিনন্দন পানির ফোয়ারা
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর