দিনাজপুর পৌর এলাকার প্রায় সব সড়কই খানাখন্দে ভরা, আবার কোথাও গর্ত। কোথাও কোথাও সড়ক যে আছে বোঝার উপায় নেই। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ নাগরিক। কিন্তু শহরের প্রধান সড়ক দিয়ে এই দুর্ভোগে যাওয়ার সময় রাস্তার মোড়ে দৃষ্টিনন্দন রং-বেরঙের আলোকসজ্জার পানির ফোয়ারা দেখে অনেকে এটা তামাশা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন। জানা যায়, প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রায় ২৫ বর্গকিলোমিটার আয়তনের দিনাজপুর পৌরসভায় সড়ক আছে প্রায় ২০০ কিলোমিটার। কিন্তু এসব সড়ক পৌর কর্তৃপক্ষ দীর্ঘদিন থেকে সংস্কার না করায় শহরের প্রধান দু-একটি সড়ক বাদে অধিকাংশ সড়কেরই বেহাল দশা। শহরের বাণিজ্যিক এলাকা বাহাদুর বাজার, বালুয়াডাঙ্গা, চাউলিয়াপট্টি, ঘাসিপাড়া, মুদিপাড়া, পাহাড়পুর, ক্ষেত্রীপাড়া, লালবাগ, গোলাপবাগ, সুইহারী, নয়নপুর, বালুবাড়ী, মিশন রোড, রামনগর, মুন্সীপাড়া, উপশহর, পুলহাট, রাজবাটীসহ শহরের প্রায় প্রতিটি এলাকার সড়কের বেহাল দশা। রফিকুল ইসলাম, মধাবচন্দ্রসহ কয়েকজন পৌর নাগরিক বললেন, দীর্ঘদিন থেকে পৌর এলাকার সব সড়কেরই বেহাল দশা। কোথাও সড়কের কার্পেটিংসহ ওপরের অংশ উঠে গেছে। অনেক স্থানে খানাখন্দ ও গভীর গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং সড়ক আর ড্রেনের পানিতে কোনো কোনো এলাকা একাকার হয়ে যায়। পৌরবাসীর দুরবস্থার মাঝে সড়ক সংস্কার করা না হলেও দিনাজপুর পৌরসভা কার্যালয় চত্বরে একটি সুসজ্জিত আলোকসজ্জার টাওয়ার এবং শহরের জেলরোড মোড়ে দৃষ্টিনন্দন আরেকটি রং-বেরঙের আলোকসজ্জার পানির ফোয়ারা স্থাপন করায় সবাই টিপ্পনি কাটছে। দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল জানান, দেশের বিভিন্ন এলাকায় গেলে সত্যিই মনে হচ্ছে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে হাঁটছে। কিন্তু দিনাজপুর শহরে তার বিন্দুমাত্র চিহ্ন নেই। দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, পৌর এলাকার সড়ক ও ড্রেন সংস্কারের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। অতি দ্রুত কাজ শুরু হবে। ফলে আগামী ৬ মাসের মধ্যে শহরের আমূল পরিবর্তন হবে।
শিরোনাম
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
খানাখন্দে ভরা সড়কের মোড়ে দৃষ্টিনন্দন পানির ফোয়ারা
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর