শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মেহেরপুরে ৫ রোভারের মৃত্যুবার্ষিকী পালিত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে কবর জিয়ারত, স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫ রোভারের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সকালে মেহেরপুর পৌর কবরস্থানে কবর জিয়ারত শেষে মেহেরপুর জেলা স্কাউট ভবনের সামনে রোভার স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে জেলা স্কাউট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলার রোভারের কমিশনার ও সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন  রোভার স্কাউটের সম্পাদক ফররুখ আহমেদ, সাবেক সম্পাদক আনোয়ার হোসেন শহীদ রোভার জাভেদ ওসমানের পিতা শফি উদ্দিন, নুরুল আহমেদ প্রমুখ। উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৩ অক্টোবর সিলেটের লাক্কাতুরা চা বাগান সপ্তম জাতীয় রোভার মুট ও নবম এশিয়া প্যাসিফিক-এ অংশগ্রহণ করার লক্ষ্যে মেহেরপুরের একটি রোভার দল বাসযোগে সিলেটের উদ্দেশে রওনা দেয়। রোভারদের বহন করা বাসটি মানিকগঞ্জের ধামরাই এলাকায় পৌঁছার পর সেখানে সড়ক দুর্ঘটনায় পতিত হয়। ওই সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের রোভার সদস্য জাভেদ ওসমান, মাসুম, মনিরুল, আমিনুল ও মাহফুজ নামের ৫ রোতার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়।

সর্বশেষ খবর