জেলার বোয়ালখালী উপজেলায় এক গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন ফজল করিম নামে (৬৫) এক বৃদ্ধ। তাকে গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বোয়ালখালী থানা পুলিশ। গ্রেফতারকৃত ফজল করিম উপজেলার পশ্চিম গোমদ-ী ৭ নম্বর ওয়ার্ডের চরখিজিরপুর সাতঘরিয়া পাড়ার মৃত কালা মিয়ার ছেলে।
মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৩০ অক্টোবর সকাল ১০টার দিকে ফজল করিম ‘তবারক’ নেওয়ার জন্য তাদের গৃহপরিচারিকাকে ঘরে ডাকেন। ওই সময় রান্না ঘরে তবারক নিতে গেলে গৃহপরিচারিকার শাড়ি ধরে টানাহেঁচড়া করে ফজল করিম জড়িয়ে ধরে মাটিতে ফেলে দেন। পরে ঘরের দরজা বন্ধ কওে দেয়। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে ফজল করিম ওই গৃহপরিচারিকাকে মুখ চেপে ধরে ধর্ষণ করে। বোয়ালখালী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন এ ঘটনায় ধর্ষণের শিকার কাজের মেয়ে বোয়ালখালী থানায় মামলা দায়ের করলে পুলিশ ফজল করিমকে গ্রেফতার করে। পরে আদালতে সোপর্দ করা হয়।