সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

ব্যবসায়ী নিখোঁজ

বরিশালে মিন্টু চন্দ্র শীল (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় মিন্টুর মা শনিবার নগরীর কাউনিয়া থানায় জিডি করেছেন। মিন্টু কাউনিয়া থানার ভাটিখানা আবগারী এলাকার জিতেন্দ্র নাথ শীলের ছেলে। জিডি সূত্রে জানা যায়, মিন্টু  শুক্রবার রাতে চুল কাটানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তার সন্ধান মেলেনি।

-নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রাজাপুর মুক্ত দিবস আজ

আজ ঝালকাঠির রাজাপুর পাকহানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বরিশাল অঞ্চলের মধ্যে রাজাপুর সর্বপ্রথম পাক হানাদার মুক্ত হয়। ২২ নভেম্বর রাতে মুক্তিযোদ্ধারা রাজাপুর থানা আক্রমণ করেন। শুরু হয় সম্মুখ যুদ্ধ। পরদিন সকাল পর্যন্ত চলে যুদ্ধ।  এতে আব্দুর রাজ্জাক ও হোচেন আলী শহীদ হন। -ঝালকাঠি প্রতিনিধি

গৃহবধূ খুন

সিলেটে এক গৃহবধূ খুন হয়েছেন। গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় বটরপাড়া গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম (২৯) জকিগঞ্জ পৌর এলাকার খলাছড়া গ্রামের আবদুল করিমের স্ত্রী। কয়েক মাস ধরে স্বামী-স্ত্রী গোলাপগঞ্জ উপজেলার রায়গড় বটরপাড়ায় এক প্রবাসীর বাড়িতে বসবাস করে আসছেন। হত্যার ঘটনায় পুলিশ স্বামী আবদুল করিমকে আটক করেছে।

-নিজস্ব প্রতিবেদক, সিলেট

বীজ বিতরণ

গোপালগঞ্জের ৩৭৫০ জন কৃষকের মধ্যে উচ্চ ফলনশীল রবি ফসলের বীজ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)। কৃষিগবেষণা কেন্দ্র বিএআরআইয়ে গতকাল এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  ড. এমএম কামরুজ্জামান।

-গোপালগঞ্জ প্রতিনিধি

বাগেরহাট প্রেস ক্লাবের নির্বাচন

বাগেরহাট প্রেস ক্লাবের নির্বাচনে নীহার-বাকী পরিষদের পূর্ণ প্যানেলে বিজয় হয়েছে। শনিবার রাতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার শেখ আহসানুল করিম ফল ঘোষণা করেন। সভাপতি পদে নীহার রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক পদে তালুকদার আবদুল বাকী নির্বাচিত হয়েছেন।

-বাগেরহাট প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর