রাতের আঁধারে ভরাট হচ্ছে কুমিল্লা নগরীর ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ছোটরা জংলিবিবি পুকুর। ওয়াকফকৃত এ পুকুরের উত্তর পাশে রাতের আঁধারে চলে ভরাটের কাজ। এ বিষয়ে পরিবেশ অধিদফতরে লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযোগে দেখা যায়, স্থানীয় প্রভাবশালীর তত্ত্বাবধানে এ পুকুর ভরাট চলছে। ঐহিত্যবাহী পুকুরকে জংলিবিবি মসজিদের মুসল্লিদের অজু, গোসলের জন্য ওয়াকফ করা হয়েছিল। ইদানীং পুকুরের উত্তরাংশ থেকে মাটি ভরাটের কাজ চলছে। এ ছাড়াও মসজিদের নাম ভাঙিয়ে মাছের বাজার বসিয়ে চাঁদা সংগ্রহ করছে একটি মহল। এ সমস্যার সঠিক সমাধানে লিখিত আবেদন করেছেন কাজী শফিকুর রহমান, মো. আকরাম হোসেন, মো. বিল্লাল, স্বপন, আমীর আলী ও খোরশেদ আলম নামে স্থানীয় বাসিন্দা। গত ২৪ নভেম্বর পরিবেশ অধিদফতর কুমিল্লার উপপরিচালক বরাবর এ আবেদন করেন। সবুজ পরিবেশ আন্দোলন কুমিল্লার সভাপতি কাজী শারমিন আউয়াল পারভেজ বাপ্পি জানান, এ পুকুর আমাদের পূর্বপুরুষদের। সরকারিভাবে পুকুর ভরাট করা নিষেধ। একটি প্রভাবশালী মহল রাতের আঁধারে সুকৌশলে ধীরে ধীরে এ পুকুর ভরাটের চেষ্টা করছেন। তাই এ পুকুর অবৈধ দখলের হাত থেকে রক্ষা করে, সাধারণ মানুষের কল্যাণে ব্যবহারের উপযোগী করার জন্য আমরা কর্তৃপক্ষকে অবহিত করেছি। স্থানীয় কাউন্সিলর মাসুদুর রহমান বলেন, জংলিবিবি মসজিদ পুকুরটি মজা পুকুরে পরিণত হয়ে আছে। এ পুকুর পরিষ্কার করে ব্যবহারের উপযোগী করা যায়, মসজিদের মুসল্লিরা যেন অজু করতে পারে। এতে এলাকার হাজারো মানুষ উপকৃত হবে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার জাকিয়া আফরিন বলেন, পুকুর ভরাটের অভিযোগের বিষয়টি পরিবেশ অধিদফতর ব্যবস্থা গ্রহণ করবে। আমরা একটা লিখিত অনুলিপি পেয়েছি, তবে পরবর্তী যে সিদ্ধান্ত দেওয়ার তা পরিবেশ অধিদফতর বিবেচনা করবেন। পরিবেশ অধিদফতর কুমিল্লার উপপরিচালক শওকত আরা কলি জানান, লিখিত অভিযোগ পেয়েছি। আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
- টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যায় ১৩ জনের মৃত্যু
- গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে 'ইতিবাচক' হামাস
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৫ জুলাই)
- খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
- চুয়াডাঙ্গায় ট্যাংকলরি চাপায় ইজিবাইক চালকসহ নিহত ৩
- ভারতের আধিপত্য রুখতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : আব্দুস সালাম
- হাতিরঝিলে ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশি ৮০০ প্রতিযোগী
- পুঁজিবাজারের মাঠ খেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত: বিএসইসি কমিশনার
- দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে ৫ দাবি
- চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করলো সৌদি আরব
- ‘জুলাই শহিদদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদানের বিষয়ে কাজ করছে সরকার’
- ফজরকে আদালতে নেয়া নিয়ে অনিশ্চয়তা, শুরু হয়নি চারজনের রিমান্ড
- মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়, প্রশ্ন মাহফুজ আলমের
- হাজারীখিল অভয়ারণ্যে ৩৩ অজগর অবমুক্ত
- টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা
- ইরান ছেড়েছে জাতিসংঘের পরমাণু পরিদর্শক দল
- ৩ আগস্ট শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি
- খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ
- ঝড়ের শঙ্কায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
ভরাট হচ্ছে ৩০০ বছরের জংলিবিবি পুকুর
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর