সুনামগঞ্জ সদর হাসপাতালে বখাটের ছুরিকাঘাতে এক সিনিয়র স্টাফ নার্স গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টায় হাসপাতাল এলাকা হাছন নগরের বাসিন্দা মিজানুর রহমান ও তার এক সহযোগীর হামলায় আহত এই নার্সকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, হামলার প্রতিবাদে ও দায়িত্বরত নার্সরা নিজেদের সুরক্ষার দাবিতে গতকাল দুপুরে বিক্ষোভ ও সাময়িক কর্মবিরতি পালন করেছেন। হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার রাত ১০টার দিকে মিজানুর এক সহযোগীকে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন। হাসপাতালের ৬ তলায় গিয়ে পারভিন নামক এক আয়াকে খুঁজতে থাকেন তারা। এ সময় বেপরোয়া ঘুরে বেড়ানো মিজানুর রহমান কাউকে খুঁজছেন কিনা জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি প্যান্টের পকেট থেকে ধারালো ছুরি বের করে নার্স শ্রাবন্তী কোচের গলায় ছুরি ধরেন। এ সময় ধস্তাধস্তি করলে তার বাম হাতের কয়েকটি আঙ্গুল কেটে যায়। এ সময় হইচই শুরু হলে মিজান ও তার সঙ্গী পালিয়ে যান। কিছুক্ষণ পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। সদর থানার ওসি মো. সহিদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই আমরা হাসপাতালে যাই। আহত নার্সের সঙ্গেও কথা বলেছে পুলিশ। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই আমরা ব্যবস্থা নেব। সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. মো. শামসুদ্দিন বখাটের ছুরিকাঘাতে সিনিয়র স্টাফ নার্স আহত হওয়ার ঘটনা স্বীকার করে বলেছেন, এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেবেন তারা।
শিরোনাম
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর