রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

৯৯৯-এ কল পেয়ে উদ্ধার কিশোরী নিরাপত্তা হেফাজতে

নেত্রকোনা প্রতিনিধি

পুলিশের বিশেষ সেবা ৯৯৯-এ কল পেয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়া উদ্ধার কিশোরীকে ২২ ধারায় জবানবন্দি শেষে গাজীপুরে নিরাপত্তা হেফাজতে পাঠিয়েছে পুলিশ। গত শুক্রবার জবানবন্দি গ্রহণ করেন নেত্রকোনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মোহাম্মদ শিহাব উদ্দিন। ওই দিনই আদালতের মাধ্যমে কিশোরীকে অবৈধ ব্যবসার জন্য নিয়ে আসা পারভীন আক্তার ওরফে মায়া শেখ নামে এক নারীকে তার সহযোগী লক্ষণ দাসসহ জেলহাজতে পাঠানো হয়। জানা যায়, কয়েকদিন আগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ভবানীপুর গ্রামের মায়া শেখ ওই কিশোরীকে ঢাকা থেকে নিয়ে আসেন। ২৯ ডিসেম্বর কলমাকান্দা যমুনা নামে এক হোটেলে ওই কিশোরীর নাম রেজিস্ট্রি পাওয়া যায়। পরদিন সন্ধ্যায় মোটরসাইকেলে তাকে অন্য জায়গায় পাঠান মায়া। ওই দিন মধ্যরাতে কিশোরীকে কিছু ছেলে ধরে নিয়ে ধর্ষণ করছে           বলে পুলিশের সাহায্য চেয়ে ৯৯৯ এ ফোন আসে।

সর্বশেষ খবর