মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কাউন্সিলর প্রার্থীর মৃত্যু, স্থগিত হচ্ছে ওয়ার্ডের নির্বাচন

চসিক নির্বাচন

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং আওয়ামী লীগ নেতা তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ওয়ার্ডটির নির্বাচন স্থগিত হবে। দুরারোগ্য বোন-ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ চট্টগ্রাম নগরের পুরাতন রেলস্টেশন চত্বরে তারেক সোলেমান সেলিমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী মারা গেলে তখন ওই প্রার্থীর পক্ষে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অবহিত করলে কমিশন নির্বাচন স্থগিত করে। আলকরণ ওয়ার্ডের ব্যাপারেও এমন সিদ্ধান্ত আসবে। এর আগে চসিকের স্থগিত হওয়া নির্বাচনে চারজন কাউন্সিলর প্রার্থী মারা গেলে ওইসব ওয়ার্ডে নতুন করে তফসিল ঘোষণা করা হয়েছিল।

চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিম দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান। তবে বিষয়টি এখনো পর্যন্ত আমাদের কেউ লিখিতভাবে জানায়নি। নিয়ম মতে, প্রার্থীর পক্ষে কেউ কমিশনে লিখিতভাবে অবহিত করলে নির্বাচন স্থগিত করার উদ্যোগ নেওয়া হবে। তারেক সোলেমান সেলিমের সন্তান মোহাইমিন তারেক রাতুল বলেন, ‘গত বছরের জুন মাসে আব্বার শরীরে ক্যান্সার ধরা পড়ে। ভারত এবং দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছিল। কিন্তু গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, আলকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ছালেহ্র ছেলে তারেক সোলেমান সেলিম দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হলে প্রথমে দেশে চিকিৎসা শুরু করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গত ২০ দিন আগে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারেক সোলেমান সেলিম আলকরণ ওয়ার্ডের চারবার নির্বাচিত কাউন্সিলর। স্কুলজীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই থেকে বিরোধীপক্ষের শত অত্যাচার-নির্যাতন সয়েও তিনি আওয়ামী লীগের আদর্শ ও নীতির ওপর অটল ছিলেন।

সর্বশেষ খবর