ফরিদপুরের বর্ধিত পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কমিশনার ও পারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. হানিফ শেখ উক্ত প্রাথমিক বিদ্যালয়ের চারটি গাছ গত তিনদিন আগে কেটে ফেলেন। ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক জানান, বিদ্যালয়ের নতুন ভবন তৈরির জন্য ২০টি গাছ কাটার টেন্ডার চেয়ে দফতরে চিঠি দেওয়া হয়েছে। গাছ কাটার বিষয়ে কোনো টেন্ডার গ্রহণ করা হয়নি। তবে বিদ্যালয়ের সভাপতি ও নবনির্বাচিত পৌর কাউন্সিলর হানিফ শেখ তাকে ফোন দিয়ে বলেন যে, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হয়েছে বিদ্যালয়ের গাছ কাটার জন্য। তাদের কথা মতো গাছ কাটা হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকালে স্কুলে গিয়ে দেখেন ৪টি গাছ কেটে ফেলা হয়েছে। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাছগুলো জব্দ করেন। উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজার সঙ্গে কথা হলে তিনি জানান, গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না। বিদ্যালয়ের সভাপতি তার এবং বিভিন্ন দফতরের কর্মকর্তার নাম ব্যবহার করেছেন। বিদ্যালয় থেকে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই কৃঞ্চনগর ভূমি অফিসের তহসিলদার মো. জহুরুল হকের মাধ্যমে ৪টি গাছের গোলই জব্দ করা হয়েছে। পরে গাছগুলো গ্রামপুলিশ ও বিদ্যালয়ের দফতরির জিম্মায় রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাছ কাটার বিষয়ে মো. হানিফ শেখ বলেন, বিদ্যালয়ের নতুন ভবন তৈরির জন্য যে ঠিকাদার কাজ পেয়েছেন তিনি স্থানীয় একটি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ইঞ্জিনিয়ারের সামনে গাছ কেটে দিতে বলেন। সে জন্যই তিনি সরল বিশ্বাসে গাছ কেটেছেন।