শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

তিন-চার বছরের মধ্যে দেশে পিঁয়াজ সংকট থাকবে না

ভোলা প্রতিনিধি

তিন-চার বছরের মধ্যে দেশে পিঁয়াজ সংকট থাকবে না

আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে দেশে পিঁয়াজের সংকট থাকবে না বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আসাদউল্লাহ। গতকাল ভোলার সবুজ বাংলা কৃষি খামারে পিঁয়াজ চাষের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে প্রায় ৪০ একর জমিতে সবুজ বাংলা কৃষি খামার গড়ে তোলেন  ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা। এর মধ্যে ২৮ একর জমিতে উচ্চ ফলনশীল পেঁয়াজ চাষ করা হয়। আগামী মাসে ওই খামার থেকে ৪শ মেট্রিক টনের অধিক পেয়াজ উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের ডিজি আসাদউল্লাহ ওই খামার পরিদর্শন করেন। পরে ডিজি অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় অংশ নেয়।

 

সর্বশেষ খবর