বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বগুড়ায় স্ত্রীর মামলায় এসআই কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্ত্রীর দায়েরকৃত মামলায় পুলিশের এসআই এখন কারাগারে। ১০ লাখ টাকা যৌতুক দাবি, নির্যাতন করে হত্যা চেষ্টা ও গর্ভপাত ঘটানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছিলেন স্ত্রী। এই মামলায় পুলিশ কর্মকর্তা এসআই ইফতেখায়ের মো. গাউসুল আজম গতকাল দুপুরে আদালতে জামিন প্রার্থনা করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুলিশ কর্মকর্তা গাউসুল আজম নওগাঁ জেলায় রিজার্ভ অফিসে কর্মরত আছেন। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের চেঁচড়া গ্রামের শামছুল হক ও ফিরোজা  বেগমের ছেলে। আদালত সূত্রে জানা যায়, বগুড়ার  শেরপুর পৌর এলাকার টাউন কলোনির বাসিন্দা গৃহবধূ তমানিয়া আফরিন তার স্বামী পুলিশের এস আই ইফতেখায়ের গাউসুল আজমকে আসামি করে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর আদালতে ২০২০ সালের ২২ সেপ্টেম্বর এই মামলা দায়ের করেন। মামলায় বাদিনী অভিযোগে উল্লেখ করেন যে, তিনি বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের ইংরেজি মাস্টার্স শ্রেণিতে লেখাপড়া করেন। ফেসবুকে মাধ্যমে তার সঙ্গে আসামির পরিচয় ও বন্ধুত্ব হয় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সর্বশেষ খবর