রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বুড়িমারী বন্দরে কর্মবিরতি

বিএসএফের হাতে ট্রাকচালক আটক

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জালাল উদ্দিন (৩৫) নামে বাংলাদেশি এক ট্রাক ড্রাইভারকে আটক করেছে। এ ট্রাক ড্রাইভার সীমান্তের এপার-ওপার ট্রাক নিয়ে পণ্য খালাসের কাজ করেন। তাকে আটকের প্রতিবাদে গতকাল বুড়িমারি স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হয়। জানা গেছে, গত শুক্রবার রাত ৭টায়  বাংলাদেশি জুট পণ্য নিয়ে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে পণ্য খালাস করে ফেরার পথে বিএসএফ তাকে আটক করে। আটক জালাল উদ্দিন পাটগ্রাম উপজেলার বুড়িমারীর তাতিপাড়া জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা। বিএসএফ দাবি করেছে, ভারতীয় ওষুধ রাখার দায়ে ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে।  এ বিষয়ে গতকাল বুড়িমারী স্থলবন্দর বিজিবি ক্যাম্পের সুবেদার খলিলুর রহমান জানান, শুক্রবার রাতে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিএসএফ দাবি করে, ভারতীয় কিছু ওষুধসহ ট্রাক ও চালককে তারা আটক করে কাস্টমসে হস্তান্তর করেছে।

ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ট্রাকসহ চালককে ছাড়ার বিষয়টি। বুড়িমারী ইমিগ্রেশনের পুলিশ কর্মকর্তা এএসআই নুরুল হক জানান, বাংলাদেশি ট্রাক চালককে আটকের ঘটনায় গতকাল বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বুড়িমারী স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন ট্রাক চালকরা। ট্রাক চালককে ছাড়িয়ে আনতে দু’দেশের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের কর্মকর্তা পর্যায়ে আলোচনা চলছে।

সর্বশেষ খবর