রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ত্রাণ দেওয়ার আশ্বাসে গৃহবধূকে ধর্ষণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি

ত্রাণ দেওয়ার আশ্বাস দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে সংরক্ষিত নারী ইউপি সদস্য হাফসা বেগমের স্বামী আবু কালামের বিরুদ্ধে। গত বুধবার রাতে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এরই মধ্যে গত শুক্রবার রাতে অভিযুক্ত কালামের শ্যালক সেলিম ও তার লোকজন ধর্ষিতার স্বামীকে তুলে নিয়ে জোর করে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছেন এমন অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায়  চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিচার দাবি করেছেন। জানা যায়, আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য হাফসা বেগমের স্বামী আবু কালাম ঘোপখালী গ্রামের এক নারীকে ত্রাণ দেওয়ার কথা বলে গত বুধবার রাতে ওই বাড়ি যান। তখন গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না। এ সুযোগে গৃহবধূকে ধর্ষণ করেন আবু কালাম। আবু কালাম ধর্ষণ এবং জোর করে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার কথা অস্বীকার করে বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।

আমতলী থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, এ ব্যাপরে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর