শুক্রবার, ১২ মার্চ, ২০২১ ০০:০০ টা

এক পলক

সাইক্লিং প্রতিযোগিতা

মুজিববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জের মিঠামইনে গতকাল স্কুল সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে কিশোরগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও কুমিল্লা জেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১১২ জন প্রতিযোগী অংশ নেয়। প্রধান অতিথি ছিলেন রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মিঠামইন উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম, ইউএনও প্রভাংশু সোম মহান প্রমুখ উপস্থিত ছিলেন। -কিশোরগঞ্জ প্রতিনিধি

বিচারক নিয়োগ দাবি

ফেনীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও চিফ জুডিশিয়াল ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। গতকাল আদালত চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক না থাকায় মামলাজট বেঁধে গেছে। এর  ফলে নিষ্পত্তি মামলাগুলোর সুরাহা হচ্ছে না। -ফেনী প্রতিনিধি

ট্রেনে কাটা পড়লেন অজ্ঞাত ব্যক্তি

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। ঢাকা-খুলনা রেলরুটের গাজীপুর সিটি করপোরেশনের সালনা টেকিবাড়ি এলাকায় গতকাল খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

-গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর