বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

এমপিকে ক্ষমা চাইতে বললেন উপজেলা চেয়ারম্যান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সরাইলে বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা করার অভিযোগ তুলে নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলী আজাদকে ক্ষমা চাইতে বললেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। গতকাল সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কমান্ড কাউন্সিল’-এর উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর এসব কথা বলেন। তিনি তার আনুষ্ঠানিক বক্তব্যে নারী এমপি শিউলী আজাদকে উদ্দেশ করে বলেন, আপনার শক্তি আমাদের চেয়ে বড় নয়। সব বীর মুক্তিযোদ্ধাগণ একত্র হয়ে আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনি এখানে দাঁড়াতেই পারবেন না। এখনো সময় আছে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বসার পরিবেশ তৈরি করুন। আলোচনায় আসেন। বীর মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চান। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা করে এ দেশে কেউই টিকতে পারেনি। আপনিও পারবেন না।

সর্বশেষ খবর