শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

শাল্লার ঘটনায় পুলিশের মামলা

জড়িত কাউকে ছাড় নয় : র‌্যাব মহাপরিচালক

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাটের ঘটনায় গতকাল পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে। শাল্লা থানার উপপরিদর্শক আবদুল করিম অজ্ঞাত এক থেকে দেড় হাজার জনের বিরুদ্ধে মামলাটি করেন। এদিকে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে।’ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে  হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে বুধবার সংঘটিত হামলা ও ভাঙচুরের পরিপ্রেক্ষিতে গতকাল ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি আরও বলেন, ফেসবুক পোস্টের জেরে শাল্লায় যে নিন্দনীয়, বর্বরোচিত, ন্যক্কারজনক, কাপুরোষিত আক্রমণ হয়েছে, তা আমরা কিছুতেই বরদাস্ত করব না। এ ঘটনার বিচার নিশ্চিত করা হবে, যাতে করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটাতে কেউ সাহস না পায়।’  র‌্যাবের মহাপরিচালক আরও বলেন, ঘটনায় জড়িত প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন। কাজেই কাউকেই ছাড় দেওয়া হবে না।’ উল্লেখ্য, সুনামগঞ্জের শাল্লায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজত নেতা আল্লামা মামুনুল হককে নিয়ে স্থানীয় এক যুবকের দেওয়া একটি পোস্টের জেরে বুধবার সকালে নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজনের ঘরবাড়ি এবং উপাসনালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়।

সর্বশেষ খবর