শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

দিশাহারা নিম্ন আয়ের মানুষ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিভিন্ন উপজেলায় করোনাভাইরাস বিস্তাররোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পৌরশহর ও গ্রামঞ্চলের কল-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রয়েছে। শুধু কাঁচাবাজার, ওষুধের দোকান ও নিত্যপণ্যের দোকান খোলা রাখার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া সকাল ৯টা থেকে মার্কেট ও শপিংমল বিকাল পাঁচটা খোলা থাকবে। এসব দোকানও সন্ধ্যার পর পর বন্ধ হয়ে যাচ্ছে। আন্তঃজেলার গণপরিবহন বন্ধ থাকায় জনশূন্য হয়ে পড়েছে রাস্তা-ঘাট। এমন নিষেধাজ্ঞার ফলে দিশেহারা নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। শহর ও গ্রামের রাস্তায় দু-একটি করে রিকশা, অটোরিকশা দেখা গেলেও ভাড়া পাচ্ছেন না চালকরা। এদিকে জেলা-উপজেলায় গণ বিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকিং করে দোকানপাট, যান চলাচল বন্ধ রাখাসহ সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন। 

 

 

সর্বশেষ খবর