বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

পানির দামে টমেটো

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পানির দামে টমেটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় চলতি মৌসুমে টমেটোর বাম্পার ফলন হয়েছে। গত কয়েক দিন ধরে উপজেলার হাট-বাজারে পানির দামে বিক্রি হচ্ছে টমেটো। প্রথমদিকে বেশ কিছুদিন বিক্রিতে ভালো দর পাওয়ায় স্থানীয় কৃষকরা লাভের আশা দেখছিলেন। কিন্তু বাজারে বিভিন্ন প্রকারের সবজিসহ টমেটোর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দরপতন হতে শুরু করে। খুচরা বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৫-৮ টাকায়। আর ভালো মানের হলে ১০-১২ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় কৃষকরা পাইকারিতে প্রতি কেজি টমেটো ৪-৫ টাকা দরে বিক্রি করায় এ চাষে তাদের লোকসান গুনতে হবে বলে জানায়। তবে কৃষকের চেয়ে পাইকারি ও খুচরা বিক্রেতারা টমেটো বিক্রিতে লাভবান হচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অন্যান্য সবজির পাশাপাশি স্থানীয় কৃষকরা টমেটো আবাদ করেন। এ মৌসুমে টমেটোর ফলনও ভালো হয়। স্থানীয় কৃষকরা বেশ কয়েক দিন ৩০-৪০ টাকা কেজি টমেটো বিক্রি করেন। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে নিচে ৬ টাকা আর মান ভালো হলে সবোঁচ্চ ১২-১৫ টাকা দরে। এ মৌসুমে টমেটোর ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। এদিকে হঠাৎ দাম কমে যাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় অনেক কৃষক জমি থেকে টমেটো তুলতে আগ্রহ হারাচ্ছেন। একাধিক কৃষক জানায়, গত সপ্তাহে পাইকারিতে প্রতি কেজি টমেটো ১০-১৫ টাকা দরে বিক্রি করেছেন। কিন্তু এখন ৪-৫ টাকায় বিক্রি হওয়ায় তারা লোকসানের আশঙ্কা করছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর