রবিবার, ২৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বন্ধ সিজারিয়ান অপারেশন

গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অবিলম্বে চিকিৎসক নিয়োগ এবং গাইবান্ধা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকের অপসারণ দাবিতে গতকাল কেন্দ্রের সামনে মানববন্ধন হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজু রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ছাদেকুল ইসলাম, যুবনেতা রানু সরকার প্রমুখ। বক্তারা বলেন, দেড় বছর আগে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসকের অবহেলায় কয়েকজন প্রসূতিকে রাস্তায়, রিকশায় সন্তান প্রসব করতে হয়েছিল। গণমাধ্যমে সে সব সংবাদ প্রকাশিত হলে ওই ডাক্তারকে অন্যত্র বদলি করা হয়। আজও সেখানে অন্য কোনো ডাক্তার পোস্টিং দেওয়া হয়নি। ডাক্তার না থাকায় বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকের কাছে বার বার চিকিৎসক নিয়োগের দাবি জানানো হলেও এখানে ডাক্তার দেওয়া হচ্ছে না। বক্তাদের দাবি, পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটি ধ্বংস করার চক্রান্ত হচ্ছে। তাই উপ-পরিচালকের (পরিবার পরিকল্পনা) অপসারণও জরুরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর