শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মাস্ক না পরায় ৩০ যুবককে রোদে বসিয়ে শাস্তি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মাস্ক না পরায় ৩০ যুবককে রোদে বসিয়ে শাস্তি

রাস্তাঘাটে মাস্ক ছাড়া চলাচল করায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৩০ যুবককে রোদে বসিয়ে শাস্তি দিয়েছে আলমডাঙ্গা থানা পুলিশ। আলমডাঙ্গা থানা চত্বরে গতকাল দুপুরে এ শাস্তি প্রদান করা হয়। জানা যায়, মাস্ক পরিধানের বিষয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় গতকাল জেলাজুড়ে পুলিশ সদস্যরা রাস্তায় অবস্থান নিয়ে মাস্কছাড়া চলাচলকারীদের নিবৃত্ত করেন। এ সময় আলমডাঙ্গা এলাকায় মাস্কবিহীন চলাচলকারী ৩০ যুবককে থানায় নিয়ে যায় পুলিশ। শাস্তিস্বরূপ তাদের প্রায় ২০ মিনিট রোদে বসিয়ে রাখা হয়। পরে তাদের মধ্যে মাস্ক বিতরণ করে ছেড়ে দেওয়া হয়।

আলমডাঙ্গা থানা ওসি আলমগীর কবির জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে আলমডাঙ্গা থানা পুলিশ সকালে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করে। এ সময় যারা মাস্কবিহীন রাস্তায় চলাচল করেছেন তাদের আটক করে কিছু সময় থানা চত্বরে বসিয়ে রাখা হয়।

সর্বশেষ খবর