কক্সবাজারের পেকুয়ায় সন্ত্রাসীদের ছোড়া গুলি ও কিরিচের কোপে জয়নাল আবেদিন (৩৮) নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ৪২ জনকে আসামি করা হয়েছে মামলায়। ওই মামলায় গ্রেফতার এড়াতে মগনামা ইউনিয়ন পুরুষশূন্য হয়ে পড়েছে। এ সুযোগে বাদীপক্ষের লোকজন আসামিদের ঘরবাড়ি ভঙচুর ও মালামাল লুট করছে বলে অভিযোগ উঠেছে। নিহতের ছোট ভাই আমিরুজ্জামান বাদী হয়ে পেকুয়া থানায় এ হত্যা মামলা করেন। সরেজমিন দেখা যায়, মগনামা ইউনিয়নের আফজালিয়া পাড়ার কোনো বাড়িতে পুরুষ নেই। শুধু নারী এবং শিশুরা বাড়িতে অবস্থান করছেন। ছেনু আরা বেগম নামের এক গৃহবধূ বলেন, জয়নাল আবেদীন নিহতের ঘটনায় মামলার পর থেকে আমার স্বামী ও পাড়ার পুরুষ মানুষ পালিয়ে যায়। মামলার এজাহারে আমার স্বামীর নাম না থাকলেও ওই মামলায় অজ্ঞাত ১০ জনকে আসামি করা হয়েছে। আফজালিয়া পাড়ার বাসিন্দা মোজাম্মেল হক বলেন, ৫ মে সন্ধ্যার দিকে একদল অস্ত্রধারী লোক আমার বাড়িতে হামলা করে। এ সময় পুরুষ মানুষ না থাকায় তারা তিনটি গরু লুট করে নিয়ে যায়। মকছুদ নামের এক ব্যক্তির মৎস্য ঘেরের বাসা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে ঢালাওভাবে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা মামলার আসামি করায় গত বৃহস্পতিবার কক্সবাজার জেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলনের আয়োজন করে। ওই সময় হত্যা মামলায় জড়িয়ে দলীয় নেতা-কর্মীদের হয়রানি করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। গতকাল বিকালে জেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল মগনামায় ঘটনাস্থল পরিদর্শনে যায়। পেকুয়া থানার ওসি মো. সাইফুর রহমান মজুমদার বলেন, কারও ঘরে হামলা বা লুটপাটের ঘটনা আমার জানা নেই। কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ২ মে রাতে জয়নাল আবেদীন নামের এক ব্যবসায়ীকে গুলি ছোড়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এর আগে চায়ের দোকানে ফ্যানের বাতাস খাওয়াকে কেন্দ্র করে নেজাম উদ্দিন ছোটন ও জয়নাল আবেদীনের ছোট ভাই শাহাব উদ্দিনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে ছোটন ও আবু ছৈয়দের নেতৃত্বে ১০/১৫ জন লোক জয়নাল ও আলী আকবরের ওপর সশস্ত্র হামলা করে।
শিরোনাম
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার