কক্সবাজারের পেকুয়ায় সন্ত্রাসীদের ছোড়া গুলি ও কিরিচের কোপে জয়নাল আবেদিন (৩৮) নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ৪২ জনকে আসামি করা হয়েছে মামলায়। ওই মামলায় গ্রেফতার এড়াতে মগনামা ইউনিয়ন পুরুষশূন্য হয়ে পড়েছে। এ সুযোগে বাদীপক্ষের লোকজন আসামিদের ঘরবাড়ি ভঙচুর ও মালামাল লুট করছে বলে অভিযোগ উঠেছে। নিহতের ছোট ভাই আমিরুজ্জামান বাদী হয়ে পেকুয়া থানায় এ হত্যা মামলা করেন। সরেজমিন দেখা যায়, মগনামা ইউনিয়নের আফজালিয়া পাড়ার কোনো বাড়িতে পুরুষ নেই। শুধু নারী এবং শিশুরা বাড়িতে অবস্থান করছেন। ছেনু আরা বেগম নামের এক গৃহবধূ বলেন, জয়নাল আবেদীন নিহতের ঘটনায় মামলার পর থেকে আমার স্বামী ও পাড়ার পুরুষ মানুষ পালিয়ে যায়। মামলার এজাহারে আমার স্বামীর নাম না থাকলেও ওই মামলায় অজ্ঞাত ১০ জনকে আসামি করা হয়েছে। আফজালিয়া পাড়ার বাসিন্দা মোজাম্মেল হক বলেন, ৫ মে সন্ধ্যার দিকে একদল অস্ত্রধারী লোক আমার বাড়িতে হামলা করে। এ সময় পুরুষ মানুষ না থাকায় তারা তিনটি গরু লুট করে নিয়ে যায়। মকছুদ নামের এক ব্যক্তির মৎস্য ঘেরের বাসা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে ঢালাওভাবে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা মামলার আসামি করায় গত বৃহস্পতিবার কক্সবাজার জেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলনের আয়োজন করে। ওই সময় হত্যা মামলায় জড়িয়ে দলীয় নেতা-কর্মীদের হয়রানি করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। গতকাল বিকালে জেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল মগনামায় ঘটনাস্থল পরিদর্শনে যায়। পেকুয়া থানার ওসি মো. সাইফুর রহমান মজুমদার বলেন, কারও ঘরে হামলা বা লুটপাটের ঘটনা আমার জানা নেই। কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ২ মে রাতে জয়নাল আবেদীন নামের এক ব্যবসায়ীকে গুলি ছোড়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এর আগে চায়ের দোকানে ফ্যানের বাতাস খাওয়াকে কেন্দ্র করে নেজাম উদ্দিন ছোটন ও জয়নাল আবেদীনের ছোট ভাই শাহাব উদ্দিনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে ছোটন ও আবু ছৈয়দের নেতৃত্বে ১০/১৫ জন লোক জয়নাল ও আলী আকবরের ওপর সশস্ত্র হামলা করে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে