কক্সবাজারের পেকুয়ায় সন্ত্রাসীদের ছোড়া গুলি ও কিরিচের কোপে জয়নাল আবেদিন (৩৮) নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ৪২ জনকে আসামি করা হয়েছে মামলায়। ওই মামলায় গ্রেফতার এড়াতে মগনামা ইউনিয়ন পুরুষশূন্য হয়ে পড়েছে। এ সুযোগে বাদীপক্ষের লোকজন আসামিদের ঘরবাড়ি ভঙচুর ও মালামাল লুট করছে বলে অভিযোগ উঠেছে। নিহতের ছোট ভাই আমিরুজ্জামান বাদী হয়ে পেকুয়া থানায় এ হত্যা মামলা করেন। সরেজমিন দেখা যায়, মগনামা ইউনিয়নের আফজালিয়া পাড়ার কোনো বাড়িতে পুরুষ নেই। শুধু নারী এবং শিশুরা বাড়িতে অবস্থান করছেন। ছেনু আরা বেগম নামের এক গৃহবধূ বলেন, জয়নাল আবেদীন নিহতের ঘটনায় মামলার পর থেকে আমার স্বামী ও পাড়ার পুরুষ মানুষ পালিয়ে যায়। মামলার এজাহারে আমার স্বামীর নাম না থাকলেও ওই মামলায় অজ্ঞাত ১০ জনকে আসামি করা হয়েছে। আফজালিয়া পাড়ার বাসিন্দা মোজাম্মেল হক বলেন, ৫ মে সন্ধ্যার দিকে একদল অস্ত্রধারী লোক আমার বাড়িতে হামলা করে। এ সময় পুরুষ মানুষ না থাকায় তারা তিনটি গরু লুট করে নিয়ে যায়। মকছুদ নামের এক ব্যক্তির মৎস্য ঘেরের বাসা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে ঢালাওভাবে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা মামলার আসামি করায় গত বৃহস্পতিবার কক্সবাজার জেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলনের আয়োজন করে। ওই সময় হত্যা মামলায় জড়িয়ে দলীয় নেতা-কর্মীদের হয়রানি করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। গতকাল বিকালে জেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল মগনামায় ঘটনাস্থল পরিদর্শনে যায়। পেকুয়া থানার ওসি মো. সাইফুর রহমান মজুমদার বলেন, কারও ঘরে হামলা বা লুটপাটের ঘটনা আমার জানা নেই। কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ২ মে রাতে জয়নাল আবেদীন নামের এক ব্যবসায়ীকে গুলি ছোড়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এর আগে চায়ের দোকানে ফ্যানের বাতাস খাওয়াকে কেন্দ্র করে নেজাম উদ্দিন ছোটন ও জয়নাল আবেদীনের ছোট ভাই শাহাব উদ্দিনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে ছোটন ও আবু ছৈয়দের নেতৃত্বে ১০/১৫ জন লোক জয়নাল ও আলী আকবরের ওপর সশস্ত্র হামলা করে।
শিরোনাম
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- ‘আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান’
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
- ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তালা
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস