কক্সবাজারের পেকুয়ায় সন্ত্রাসীদের ছোড়া গুলি ও কিরিচের কোপে জয়নাল আবেদিন (৩৮) নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ৪২ জনকে আসামি করা হয়েছে মামলায়। ওই মামলায় গ্রেফতার এড়াতে মগনামা ইউনিয়ন পুরুষশূন্য হয়ে পড়েছে। এ সুযোগে বাদীপক্ষের লোকজন আসামিদের ঘরবাড়ি ভঙচুর ও মালামাল লুট করছে বলে অভিযোগ উঠেছে। নিহতের ছোট ভাই আমিরুজ্জামান বাদী হয়ে পেকুয়া থানায় এ হত্যা মামলা করেন। সরেজমিন দেখা যায়, মগনামা ইউনিয়নের আফজালিয়া পাড়ার কোনো বাড়িতে পুরুষ নেই। শুধু নারী এবং শিশুরা বাড়িতে অবস্থান করছেন। ছেনু আরা বেগম নামের এক গৃহবধূ বলেন, জয়নাল আবেদীন নিহতের ঘটনায় মামলার পর থেকে আমার স্বামী ও পাড়ার পুরুষ মানুষ পালিয়ে যায়। মামলার এজাহারে আমার স্বামীর নাম না থাকলেও ওই মামলায় অজ্ঞাত ১০ জনকে আসামি করা হয়েছে। আফজালিয়া পাড়ার বাসিন্দা মোজাম্মেল হক বলেন, ৫ মে সন্ধ্যার দিকে একদল অস্ত্রধারী লোক আমার বাড়িতে হামলা করে। এ সময় পুরুষ মানুষ না থাকায় তারা তিনটি গরু লুট করে নিয়ে যায়। মকছুদ নামের এক ব্যক্তির মৎস্য ঘেরের বাসা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে ঢালাওভাবে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা মামলার আসামি করায় গত বৃহস্পতিবার কক্সবাজার জেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলনের আয়োজন করে। ওই সময় হত্যা মামলায় জড়িয়ে দলীয় নেতা-কর্মীদের হয়রানি করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। গতকাল বিকালে জেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল মগনামায় ঘটনাস্থল পরিদর্শনে যায়। পেকুয়া থানার ওসি মো. সাইফুর রহমান মজুমদার বলেন, কারও ঘরে হামলা বা লুটপাটের ঘটনা আমার জানা নেই। কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ২ মে রাতে জয়নাল আবেদীন নামের এক ব্যবসায়ীকে গুলি ছোড়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এর আগে চায়ের দোকানে ফ্যানের বাতাস খাওয়াকে কেন্দ্র করে নেজাম উদ্দিন ছোটন ও জয়নাল আবেদীনের ছোট ভাই শাহাব উদ্দিনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে ছোটন ও আবু ছৈয়দের নেতৃত্বে ১০/১৫ জন লোক জয়নাল ও আলী আকবরের ওপর সশস্ত্র হামলা করে।
শিরোনাম
- জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্টের ভাষণের পর মাদাগাস্কারে মানুষের উল্লাস
- ‘কিছু দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল’
- অসামাজিক কাজে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
- এবার ভরিতে ৪৬১৮ টাকা বেড়েছে স্বর্ণের দাম
- ট্রাম্পের গাজা পরিকল্পনা অস্পষ্ট: রাশিয়া
- বিদ্যালয়ের কক্ষে প্রধান শিক্ষকের সংসার, মাঠ যেন গো-চারণভূমি
- পেকুয়ায় নৌবাহিনীর তিন দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন শুরু
- পঞ্চগড়ে ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
- ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
- ২০২৫ সালে দেশ ছেড়ে পালিয়েছে প্রায় তিন লাখ দক্ষিণ সুদানী: জাতিসংঘ
- ‘জামায়াত মায়া কান্না করে নির্বাচনী বৈতরনী পার হতে চায়’
- বাঞ্ছারামপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
- দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যালি
- মুক্ত ১৫৪ ফিলিস্তিনিকে মিসরে পাঠাল ইসরায়েল
- পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে সহিংসতা, নিহত ৫
- নেতানিয়াহুকে দুর্নীতি থেকে দায়মুক্তির আহ্বান ট্রাম্পের
- বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চিরিরবন্দরে পরিচ্ছন্নতা কার্যক্রম
- জাবিতে র্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- চিংড়িতে জেলি পুশ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর
হত্যা মামলার জেরে মগনামা পুরুষশূন্য
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান, ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হামাসের ‘নতুন করে অস্ত্রসজ্জিত’ হওয়ার বিষয়ে মার্কিন অনুমোদন রয়েছে: ট্রাম্প
৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম