বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দে প্রাইভেটকার চাপায় সাদিকুন হক নামে এক মোটরসাইকেল চালক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়ছে। এ ঘটনায় প্রাইভেটকারের তিনযাত্রী আহত হয়েছেন। গতকাল সেতুর পশ্চিমপাড় ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিকুন হক শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার চরভুইয়া গ্রামের নিয়ামুল হকের ছেলে।
সে বে গ্রুপে কর্মরত ছিল। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. মোসাদ্দেক হোসেন জানান, ঢাকা থেকে মোটরসাইকেলে করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন সাদিকুন। ওভার ব্রিজ হওয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক সাদিকুলসহ প্রাইভেটকারের তিন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদিকুন।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        