মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা

নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে নিখোঁজের তিন দিন পর নাছির ইসলাম নয়ন (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গী গ্রামের মুসা মাস্টারের বাড়ির পেছন থেকে থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নয়ন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদুখান গ্রামের নাছিমা আক্তারের ছেলে। বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদের পর নানা বাড়িতেই জন্ম হয় নয়নের। এরপর সে নানার বাড়িতেই মায়ের কাছে বসবাস করত। পঞ্চম শ্রেণি পড়ার পর ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করত নয়ন। বেশ কয়েক মাস হলো সে নানার বাড়িতে আসে। জানা যায়, গত শুক্রবার রাতে নানার বাড়ি থেকে নিখোঁজ হয় নয়ন। এরপর গোয়ালন্দ ঘাট থানাকে নিখোঁজের বিষয়টি অবগত করে নানার বাড়ির লোকজন। অর্থনৈতিক বিষয়ের কারণে তাকে হত্যা করা হতে পারে বলেন ধারণা করছে নানার বাড়ির লোকজন।

 উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন বলেন, নিখোঁজ নয়নের লাশ ইউনিয়ন পরিষদসহ গোয়ালন্দ থানা পুলিশ খোঁজাখুঁজি করি। এক পর্যায় মুছা মাস্টারের নির্মাণাধীন নতুন ঘরের পাশে রক্ত দেখতে পাই। কিন্তু কোনো লাশ পাওয়া যায়নি। গতকাল সেখান থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। স্থানীয়রা আমাদের খবর দিলে বিষয়টি আমরা থানা পুলিশকে অবগত করি। পরে স্থানীয়দের সহায়তায় থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফ উজ জামান বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই হত্যার কারণ উদ্ঘাটন করে আসামিদের গ্রেফতার করা হবে।

সর্বশেষ খবর