বুধবার, ১২ মে, ২০২১ ০০:০০ টা

বসুন্ধরার খাদ্যসামগ্রী পেলেন ৫ হাজার পরিবহন শ্রমিক

রূপগঞ্জ প্রতিনিধি

বসুন্ধরার খাদ্যসামগ্রী পেলেন ৫ হাজার পরিবহন শ্রমিক

ফুলপুরে বসুন্ধরার খাদ্যসামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫ হাজার পরিবহন শ্রমিকের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের শিমুলিয়া মাঠে ও দাউদপুর ইউনিয়নের বেলদি মাঠে গতকাল শ্রমিকদের হাতে এ ঈদ উপহার তুলে দেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান মিজানের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন, দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভুইয়া, প্যানেল চেয়ারম্যান রমজান আলী, ইউপি সদস্য রিটন প্রধান, আবদুল আল মামুন, আলমগীর হোসেন, কামাল হোসেন কমল, লুৎফর রহমান খোকন, আশিকুল ইসলাম খোকন, গোলাম রসুল, আল-আমিন মাসুদ, আজিজ মিয়া, আবুল খায়ের, নিজাম উদ্দিন প্রমুখ। রফিকুল ইসলাম রফিক বলেন, রূপগঞ্জে কোনো পরিবহন শ্রমিক না খেয়ে থাকবে না।

ফুলপুরে বসুন্ধরার ঈদ উপহার বিতরণ : ময়মনসিংহের ফুলপুরে বসুন্ধরা গ্রুপের ঈদ উপহার পেল অসহায় ৩৫০ পরিবার। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যাচাইবাছাই করে প্রকৃত দরিদ্রদের মধ্যে গতকাল ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে শুভ সংঘের মাধ্যমে ঈদ উপহার তুলে দেওয়া হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ফুলপুর উপজেলা ইউএনও শীতেষ চন্দ্র সরকার। তিনি বলেন, প্রতি বছরই বসুন্ধরা গ্রুপ এ ধরনের উপহার দিয়ে থাকে। এ সময় ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ওসি ইমারত হোসেন গাজী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আবদুল খালেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, শুভ সংঘের উপদেষ্টা কামরুল হাসান কামু, কবি আশরাফ উদ্দিন, অধ্যক্ষ রওশন আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর