দীর্ঘ অপেক্ষার পর সিলেটের বিশ্বনাথ উপজেলায় দৃশ্যমান হচ্ছে, মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক নান্দনিক ‘স্মৃতিসৌধ। ইতিমধ্যে নির্মাণের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করে লে-আউট কার্যক্রমের উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন। শুরু হয়েছে নির্মাণের প্রাথমিক কাজও। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৫ লাখ টাকা। কথা রয়েছে, আগামী জুন মাসের মধ্যেই এ স্মৃতিসৌধ দৃশ্যমানের। সূত্র জানায়, সম্প্রতি উপজেলা পরিষদের অভ্যন্তরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের বিপরীতে ৪০ ফুট প্রস্থ ও ৫৫ ফিট চওড়া জায়গার মধ্যে স্মৃতিসৌধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। স্থানীয় এলজিইডির মুক্তিযুদ্ধ বিষয়ক প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে এটি। চারপাশে সীমানা প্রাচীরসহ নির্দিষ্ট জায়গার মধ্যখানে স্থাপন করা হবে পাটাতন। এর দুই পাশে নির্মিত হবে ভূমি থেকে প্রায় ১০ ফুট উচ্চতায় পাশাপাশি দুটি সরু স্মৃতিফলক। স্মৃতিসৌধের প্রবেশ পথের মুখে নির্মাণ করা হবে প্রহরী স্থাপনা ও ওয়াশরুম। এ ছাড়াও সৌধের সম্মুখে করার কথা রয়েছে ‘গ্রীন গার্ডেন’ বাস্তবায়নের। প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ স্থাপনার নির্মাণ কাজ আগামী জুন মাসের মধ্যেই শেষ করা হবে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ। কথা হলে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাশ ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, উপজেলা পর্যায়ে সরকারি অর্থায়নে মুুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নামে এরকম একটি স্থাপনা নির্মাণ সত্যিকারার্থে প্রশংসনীয়। এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্য আগামী প্রজন্মকে নীরবে শুনানো ও জানানোর কাজে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে মনে করি। উপজেলা প্রশাসন এই স্থাপনা নির্মাণে উপযুক্ত জায়গা বাছাই থেকে শুরু করে সার্বিক কাজে সহযোগিতা করছে।
শিরোনাম
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
বিশ্বনাথে দৃশ্যমান হচ্ছে মুক্তিযুদ্ধের ‘স্মৃতিসৌধ’
সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট)
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর