বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ০০:০০ টা

বিস্তীর্ণ মাঠে শেখ হাসিনা কৃষক ছাউনি

মেহেরপুর প্রতিনিধি

বিস্তীর্ণ মাঠে শেখ হাসিনা কৃষক ছাউনি

বিস্তীর্ণ মাঠে দৃষ্টিনন্দন কৃষক ছাউনি। সেখানে বসে কেউ একটু বিশ্রাম নিচ্ছেন আবার কেউ খাচ্ছেন জলখাবার। সেই সঙ্গে আলাপ করে নিচ্ছেন ফসলের ভালোমন্দ নিয়েও। কৃষকের ক্লান্তি দূর করতে বা ঝড় বৃষ্টির সময় তাদের আশ্রয়স্থল হয়ে উঠেছে গাংনীর মটমুড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকার বিস্তৃীর্ণ মাঠে নির্মিত শেখ হাসিনা কৃষক ছাউনি। গাংনী উপজেলার কোদাইলকাটি, কুমারীডাঙ্গা, রাজাপুর, আমতৈল মানিকদিয়া, পার্শ্ববর্তী কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুঁটিয়াডাঙ্গা, রাজনগর ও দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামের কয়েক হাজার কৃষকের আবাদি জমি। যেদিকে চোখ যায়, বিস্তীর্ণ মাঠে ফসলের সমাহার। সব মৌসুমেই এ মাঠে হাজার হাজার একর জমিতে নানা চাষাবাদ হয়ে থাকে। প্রচ- দাবাদহে কাজ করতে গিয়ে ক্লান্ত কৃষক একটু জিরিয়ে নিতে এবং ঝড়-বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে একমাত্র আশ্রয়স্থল হয়ে উঠেছে শেখ হাসিনা কৃষক ছাউনি। কোদাইলকাটি গ্রামের কৃষক হাসেম, ওহাব, মোস্তফাসহ কয়েকজন জানান, বিস্তীর্ণ মাঠে নির্মিত শেখ হাসিনা কৃষক ছাউনি আমাদের নানা বিপদ থেকে মুক্ত রাখছে। এই ছাউনিটি এখন আমাদের একমাত্র আশ্রয়স্থল। গাংনীর সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এই কৃষক ছাউনিটি করে আমাদের বিরাট উপকার করেছেন।

সর্বশেষ খবর