রবিবার, ৩০ মে, ২০২১ ০০:০০ টা

লেক বাঁচাতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় নির্মাণাধীন চারলেন সড়কের পাশ দিয়ে চলছে ড্রেন নির্মাণের কাজ। শহরের বর্জ্যবাহিত পানি ঘাঘট লেকে ফেলার জন্য পুরাতন ঘাঘট ব্রিজের পাশে ড্রেন তৈরির কাজও শুরু করেছে সওজ বিভাগ। এতে ঘাঘট লেক দূষিত হয়ে পড়বে-তাই এ ড্রেন নির্মাণ কাজ বন্ধের দাবিতে গতকাল শহরের ব্রিজ রোডে মানববন্ধন করেছে গাইবান্ধার সচেতন নাগরিক সমাজ।

বক্তারা বলেন, ড্রেনের মাধ্যমে শহরের দূষিত পানি ঘাঘট লেকে ফেললে লেকটি নষ্ট হয়ে যাবে। লেকের পাশে হাজার হাজার মানুষের বসতি দুর্গন্ধে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। লেকে যে মাছ চাষ হয় তাও বন্ধ হয়ে যাবে। বক্তারা সওজ বিভাগকে শহরের ড্রেনগুলো পরিকল্পিতভাবে নির্মাণ ও ড্রেনের পানি আলাই নদী বা অন্য কোথাও ফেলার দাবি জানান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর