বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১ ০০:০০ টা

কুমিল্লায় লকডাউনে মাছের দাম কমেছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় লকডাউনে মাছের দাম কমেছে

লকডাউনে সব খাদ্য পণ্যের দাম বেড়েছে কিন্তু মাছের দাম কমেছে। বেড়েছে মাছের খাবারের দামও। এতে মৎস্য চাষিরা এখন লোকসান ছাড়া লাভের মুখ দেখছেন না। এতে মৎস্য খাতের সাফল্য এখন ব্যর্থতার পথে এগুচ্ছে। দেশীয় ছোট জাতের মাছ অন্যান্য মাছের তুলনায় অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ। তাই বিলুপ্ত দেশীয় জাতের মাছের সংরক্ষণ, আবাদ ও সম্প্রসারণের কোনো বিকল্প নেই। গতকাল বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক ওয়ার্কশপে মৎস্য বিজ্ঞানী, বিশেষজ্ঞ, মৎস্য চাষি, মৎস্য ব্যবসায়ী এবং মৎস্যজীবীগণ একথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং অ্যাকুয়া কালচার এলায়েন্স (বিএএ) এর যৌথ উদ্যোগে মৎস্য বিভাগ এই কর্মশালার আয়োজন করে। ওয়ার্কশপ অনফুড সেফটি ইন ফিস শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদফতরের প্রাক্তন পরিচালক মো. নুরুল আমিন। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার শায়লা শারমিন।

সর্বশেষ খবর